স্পোর্টস ডেস্ক: বুক ভরা সাহস আর আত্মবিশ্বাস নিয়ে মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ভারত সফরে গেলেও টপঅর্ডারদের ব্যাটিং ব্যার্থতার দায়ে ওয়ানডে সিরিজের ন্যায় টেস্টেও চরম লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে।
ভারত সফর শেষে বুধবার দেশে ফিরেছে মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। দেশে ফিরে এয়ারপোর্টেই গণমাধ্যমের সাথে কথা কথা বলেছেন মুমিনুল। কন্ঠে তার সুস্পষ্ঠ ব্যাথার সূর, চোখ ছিল কিছুটা অশ্রুশিক্ত।
ভারত সফরে ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে মুমিনুল বলেন, ‘মূলত টপ অর্ডারদের ব্যার্থতাই আমাদের পরাজয়ের কারণ। একটা ম্যাচ জিততে হলে লোয়ার অর্ডারে দু-একজন ভালো খেললে জেতা সম্ভব না। ওপরের দিকে ব্যাটসম্যানরা ভালো করলে নিচের দিকের ব্যাটসম্যানরাও প্রেরণা পায়। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’
আর এই ব্যর্থতার জন্য ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অনভ্যাসকেই দায়ী করলেন মুমিনুল, ‘প্রথম ম্যাচে কর্নাটকের কাছে হেরেছি বটে, তবে পরের ম্যাচে ভারত ‘এ’ দল ছিল অনেক শক্তিশালী। এই ঘাটতি কাটিয়ে উঠতে হলে আমাদের বড় দৈর্ঘ্যের ম্যাচ আরও বেশি খেলতে হবে। সেটা করতে পারলে এই পর্যায়ের ক্রিকেটে আমরা আরও ভালো করতে পারব।’
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু