রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৯:৪৫:০১

গোটা ব্রাজিল জুড়ে এখন হৈ হৈ কাণ্ড রহি রহি ব্যাপার

গোটা ব্রাজিল জুড়ে এখন হৈ হৈ কাণ্ড রহি রহি ব্যাপার

স্পোর্টস ডেস্ক : নিজ দেশে বসে অলিম্পিকের আসর। এই আসরে হয়ে যায় ফুটবলের বৃহৎ একটি লড়াই। অলিম্পকের মাঝেই যেন বিশ্বকাপের মত ফুটবল লড়াই।

আর্জেন্টিনা, জার্মানির মত শক্তিশালী টিম অংশ নেয় রিও অলিম্পিক আসরে। আসরে ব্রাজিল তেমন ভালো সূচনা করতে পারেনি। একেবারে খারাপও করেনি ব্রাজিল।

প্রথম দুটি ম্যাচে ড্র করে ব্রাজিল। তৃতীয় ম্যাচে জয় পেয়ে ব্রাজিল শিরোপা জয়ের একটি আভাস দেয়। নিজ দেশের মাটিতে লড়াই বলে আত্মবিশ্বাসে বেশ এগিয়ে ছিল ব্রাজিল।

শক্তিশালী জার্মানিকে ব্রাজিল বুঝিয়ে দিয়েছে যে, তারা প্রতিশোধ নিতে জানে। মধুর প্রতিশোধ নিয়েছে নেইমাররা।  টাইব্রেকারের প্রথম আট শটে দুই দলের সবাই গোল করল।

জার্মানির পঞ্চম শটটাই ব্রাজিল গোলকিপার ওয়েভারটন ফিরিয়ে দিলেন। ব্রাজিলের শেষ শট নিতে এলেন নেইমার, কোনো ভুল তিনি করলেন না।

সোজা জালে পাঠিয়ে প্রথমবারের মতো অলিম্পিক-সোনার উল্লাসে মাতালেন মারাকানা স্টেডিয়ামের ৭৮ হাজার উন্মাতাল দর্শককে। দর্শকদের নেইমার কেবল উল্লাসেই মাতালেন না, বন্ধ করে দিলেন তাঁর নিন্দুকদের মুখও।
 
ফাইনালে দলকে তুলে দেশকে এনে দিলেন অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্ব। এবার নিন্দুকদেরই তো পালিয়ে বাঁচার পালা। আসরের শুরুতে ব্রাজিলের দুটি ম্যাচে ড্র হওয়ায় সমালোচনায় বিদ্ধ হয় ব্রাজিল শিবির।

এবার সমালোচকদের জন্য জয়ের আনন্দ বার্তা পাঠালেন নেইমারা। ২০১৪ বিশ্বকাপে ব্যর্থতার বেদনা ভুলিয়ে দিতে কাজ করবে এই জয়। কেনানা সেবার এই জার্মানিই কাঁদায় ব্রাজিলকে।

এবার নিজ দেশের মাটিকতে জার্মানিতে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ উপভোগ করা অন্য রকম এক আনন্দ। সে আনন্দ এখন ভাগাভাগি করছে গোটা ব্রাজিলবাসী।  

গোটা ব্রাজিল জুড়ে এখন হৈ হৈ কাণ্ড রহি রহি ব্যাপার । এর সাথে উল্লাস গোটা বিশ্বের অগণিত ব্রাজিল সমর্থকদেরও।
২১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে