রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১১:৪০:৪০

নেইমারের সোনা জেতার রাতে ফুটবল দুনিয়াকে গোলের তাণ্ডব দেখালেন মেসি-সুয়ারেজ

নেইমারের সোনা জেতার রাতে ফুটবল দুনিয়াকে গোলের তাণ্ডব দেখালেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক: র চেয়ে ভালো শুরু আর কি হতে পারে! দলের প্রাণভোমরা লিওনেল মেসি দুই গোল করেছেন। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লুই সুয়ারেস করেছেন হ্যাটট্রিক।

একই রাতে বার্সেলোনা যখন মেসি-সুয়ারেসে নু ক্যাম্পে ধসিয়ে দিয়েছে রিয়াল বেতিসকে, তখন তাদের আরেক ফরোয়ার্ড নেইমার দেশ ব্রাজিলকে প্রথম অলিম্পিকের সোনা জিতিয়েছেন রিওর মারাকানায়। দলের একমাত্র গোল করেছেন নেইমার।

টাইব্রেকারের জয়সূচক গোলটিও তার। সেই বিবেচনায় এ তো কাতালানদের জন্য সোনায় সোহাগা রাত! এভাবেই স্প্যানিশ লিগের মৌসুম শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সোলোনার।

শনিবার রাতে নিজেদের মাঠে ভক্ত-সমর্থকদের মেসিরা উৎসব করিয়েছেন। রিয়াল বেতিসের বিপক্ষে তাদের জয়টা ৬-২ গোলের। মেসি দুটি গোল করেছেন শুধু নয়, একটি করিয়েওছেন। আরদা তুরান করেছেন দলের অন্য গোলটি।

দুটি গোল করলেও বেতিস লুই এনরিকের বার্সার জন্য হুমকি হয়ে উঠতে পারেনি মোটে। স্প্যানিশ মৌসুমের শুরুর দিনটা কেবল মেসিদেরই। ৫ মিনিট লেগেছে মৌসুমের প্রথম গোলটা করতে।

মেসি হয়ে জরদি আলবা, তারপর তুরানের লক্ষ্যভেদ। স্প্যানিশ কাপেই দুই গোল করেছেন তুরান। তার মানে গত হতাশার মৌসুমের চেয়ে এবারের মৌসুমের শুরুতেই বেশি গোল তার!

গোলকিপার ক্লদিও ব্রাভো ম্যানচেস্টার সিটিতে চলে যাচ্ছেন। বার্সা সমর্থকরা তাকে থাকার আকুতি জানালো খুব। রবার্তো কাস্ত্রো এই চিলিয়ানকে হতাশ করে সমতা আনলেন বেতিসের জন্য। তুরান এরপর সুযোগ পেয়েও আবার লিড আনতে পারলেন না। মেসি তো আছেন। বক্সের বাইরে থেকে ঝড়ো শটে লিড আনলেন। বিরতির ঠিক আগে স্কোরশিটে ওঠে সুয়ারেসের নাম।

৩-১ এর লিড বিরতির পর শুরুতেই বাড়িয়ে নেওয়ার সুযোগটা মিস করেছে বার্সা। এরপর দেখতে না দেখতেই বেতিসের জালে দুই গোল বার্সার। সুয়ারেসের দ্বিতীয় গোলটা বানিয়ে দিলেন মেসি।

এবং নিজেই করলেন দলের পঞ্চম গোলটি। হ্যাটট্রিকটা একটুর জন্য মিস হলো। মিস করেননি সুয়ারেস। দারুণ ফ্রি কিকে মৌসুমের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড। লিগে অসাধারণ শুরু নিয়ে ম্যাচ শেষ করেছে বার্সেলোনা।
২১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে