রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১২:০৫:৩১

নেইমারই আমাদের দলের সেরা অধিনায়ক : কোচ রোজেরিও

নেইমারই আমাদের দলের সেরা অধিনায়ক : কোচ রোজেরিও

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক আসরে শিরোপা জয়ের পর ব্রাজিলের অধিনায়ক নেইমার ঘোষণা দেন আর অধিনায়ক থাকবেন না তিনি। জানা যায়, বেশ আগে থেকেই দলনেতার দায়িত্ব থেকে মুক্ত হতে চেয়েছেন তিনি।

দেশটির ফুটবল কর্তৃপক্ষ বুঝিয়ে অধিনায়ক রেখেছে নেইমারকে। কোপার প্রথম রাউন্ডে হেরে বিদায় নেওয়ার পর কোচ দুঙ্গা চাকরি হারান। নতুন কোচ তিতে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে তার যুগ শুরু করবেন।

নেইমার জানিয়েছেন, "আমি তিতেকে খবর পাঠিয়েছি যে তিনি আরেকজন অধিনায়ক বেছে নিতে পারেন।"  দুঙ্গা অধিনায়ক করেছিলেন নেইমারকে।

এখন তিতের নতুন যুগের সূচনার আগে নেইমার দায়িত্ব ছাড়লেন। ব্রাজিলের অলিম্পিক কোচ রোজেরিও মিকালে নেইমারের পদত্যাগের সিদ্ধান্তকে 'মহৎ' হিসেবে বর্ণনা করেছেন। "এই আচরণ মহৎ।

নেইমার তিতের ওপর সব ছেড়ে দিল।" মিকালে বলেছেন, "এই আলোচনা আমাদের মধ্যে আগে হলেও প্রকাশ্যে আনিনি। আমি তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

নেইমারই আমাদের দলের সেরা অধিনায়ক। অধিনায়ক হওয়ার জন্য সেরা মানুষটাই সে। নেইমারের সিদ্ধান্তে তার পরিণত হওয়ার ব্যাপারটি বোঝা যায়।  
২১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে