বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১০:১০:৪৭

সেই সুখবরে বাংলাদেশে চলছে বাঁধ ভাঙা উল্লাস, ওয়েস্টইন্ডিজে কান্না!

সেই সুখবরে বাংলাদেশে চলছে বাঁধ ভাঙা উল্লাস, ওয়েস্টইন্ডিজে কান্না!

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে ক্রিকেটের সাথে যুদ্ধ করার পর অবশেষে আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেল বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না যে এ দেশের ক্রিকেট টিম ধীরে ধীরে বিশ্ব ক্রিকেট পরাশক্তিতে পরিণত হচ্ছে। টাইগারদের এই পরফরম্যান্স এবং যুদ্ধে জয়ী হওয়ার ফলে তারা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রপিতে খেলার সুযোগ পাচ্ছে।

সেই ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে সর্বশেষ অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। এরপর থেকেই তো শুধু শূন্যতা। যোগ্যতা না থাকায় মর্যাদার এই টুর্নামেন্টে লড়াইয়ের সুযোগ পায়নি টাইগাররা। তবে চলতি বছরের টাইগার মাশরাফির নেতৃত্বে দূর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ। র‌্যাংঙ্কিংয়ে দারুণ উন্নতি ঘটিয়ে আবারো এই আসরে সুযোগ পেল টাইগাররা। তবে বাংলাদেশের এই  প্রত্যাবর্তনের মর্যদার দিনে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। যোগ্যতা হারিয়েছে এই টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।


মূলত চ্যাম্পিয়ন ট্রপিতে অংশগ্রহনের সুযোগ থাকে র‌্যাংকিংয়ে প্রথম সারিতে থাকা ৮টি দলের। আর এটির মর্যাদা বিশ্বকাপের পরেই। র‌্যাংকিংয়ে নিজেদের উন্নয়ন ঘটিয়ে এই আসরে খেলার সুযোগ মিলছে বাংলাদেশের।

ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ সালের জন্য নির্ধারিত র‌্যাংকিং অনুযায়ী দলগুলো হল; বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, ১৯৯৮ চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকা, ২০০০ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ২০০২ যৌথ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে