স্পোর্টস ডেস্ক: পুর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। দিনে দিনে তার ক্ষুদটা যেন বেড়ে যাচ্ছে কয়েক গুন। তার আগ্রাসী খেলার শৈল্পিক নৈপুণ্যে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
গতকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে মালমোর বিপক্ষে গোল করেন তিনি। আর এতে পেশাদার ফুটবলে ৫০০ গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন তিনি। সুইস ক্লাব মালমোর বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রোনালদো। আর তাতেই পেলে-স্টেফানোদের তালিকায় নিয়ে যান সিআর সেভেন।
২০০২-০৩ মৌসুমে স্পোটিং সিপির বিপক্ষে যাত্রা শরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ক্লাবের হয়ে পাঁচ গোল করেছিলেন তিনি। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সিআর সেভেন করেছিলেন ১১৮ গোল। পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ৫৫। আর বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল ৩২২।
পেশাদার ফুটবলে পাঁচশ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড আছে খুব কম সংখ্যক ফুটবলারের। আর তারা হলেন ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে, পুসকাস, গার্ড মুলার এবং আলফ্রেডো ডি স্টেফানো। সূত্র : বিবিসি,
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু