রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৭:৩৪:১৯

১২ বছর পর সাকলায়েন মুশতাকের রেকর্ড গুঁড়িয়ে দিলেন স্টার্ক

১২ বছর পর সাকলায়েন মুশতাকের রেকর্ড গুঁড়িয়ে দিলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা প্রায় ১২ বছর। এক যুগ পর পাকিস্তানের সাকলায়েন মুশতাকের রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আজ রোববার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি তিনটি উইকেট নিয়ে দ্রুততম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম উইকেট পেলেন।

স্টার্ক ৫২তম ম্যাচে এই কৃতিত্ব স্থাপন করলেন। সাকলায়েন ৫৩তম ম্যাচে ১০০তম উইকেট পেয়েছিলেন।
এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দল নির্ধারিত ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ২২৭ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার চন্ডিমাল সর্বোচ্চ ৮০ রান করেন।
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে