রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৭:৪৩:১২

পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের আফসোস

 পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের আফসোস

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে নিজ দলের প্রন্তুতিতে সন্তষ্ট পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। আজহারের একমাত্র আফসোস হচ্ছে আয়ারল্যান্ডে দ্বিতীয় ম্যাচে দলের অন্য খেলোয়াড়দের সুযোগ না পাওয়াটা।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কোন বল মাঠে না গড়ালেও মালাহিডে বৃহস্পতিবার প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৭ রান সংগ্রহের পর ২৫৫ রানের বিশাল জয় পায় পাকিস্তান। যা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আত্মবিশ্বাস যোগাবে। বুধবার ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আজহারের নেতৃত্বাধীন পাকিস্তান দল।

শনিবারের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর আজহার বলেন, “প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্স খুবই ভাল হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা আরো কিছু নতুন খেলোয়াড়কে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। এটা হতো আরেকটি ওয়ানডে ম্যাচে জয় পাওয়া এবং খেলতে পারলে খুশি হতাম। তবে দিনটি ছিল বৃষ্টির পক্ষে।”

তিনি আরো বলেন, “দলের প্রস্তুতি নিয়ে আমি এখনো সন্তষ্ট। যদিও বৃষ্টির কারণে এখানে আমরা খুব বেশি অনুশীলন করতে পারিনি। সাউদাম্পটনে আমরা আরো দুই দিন সময় পাব এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।”

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ম্যাচে টেস্ট সিরিজ ড্র করা দল থেকে আটটি পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডে মাঠে নামে পাকিস্তান। তবে দল নির্বাচন নিয়ে বিশেষ করে বৃহস্পতিবারের ম্যাচে ৫ উইকেট শিকার করা ইমাদ ওয়াসিম ও শারজিল খানের ১৫২ রানের ইনিংসে খুবই খুশি আজহার।

তিনি বলেন, “বিশেষ করে অলাউন্ডারদের বেলায় আমাদের হাতে অনেক বিকল্প আছে। মোহাম্মদ নওয়াজ, ইমাদ এবং শারজিল ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে আমরা ভাল কিছু করার আশা করছি। দলটিকে খুবই ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এবং এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে ভাল একটা ফল করতে পারব। দলগতভাবে আমরা খুবই আত্মবিশ্বাসী।”-কালের কণ্ঠ
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে