রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৯:০৫:৫০

এবার নো-বলের সংকেত দেবে আম্পায়ারের ঘড়ি!

এবার নো-বলের সংকেত দেবে আম্পায়ারের ঘড়ি!

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ড-পাকিস্তান ওয়ান ডে সিরিজে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে নো-বলের নতুন নিয়ম৷ নতুন নিয়মে ওভার-স্টেপিংয়ে এবার থেকে সিদ্ধান্ত জানাবে থার্ড-আম্পায়ার৷

আইসিসি-র সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও ম্যাচ-রেফারি) আদ্রিয়ান গ্রিফিথ জানান, ‘পরীক্ষামূলক ভাবে এটা শুরু করা হচ্ছে৷ আশা করি এ নিয়মে সাফল্য পাওয়া যাবে৷ টেকনোলজির ব্যবহারে সিদ্ধান্তে আরো স্বচ্ছতা আসবে৷’ বোলার ওভার স্টেপিং করার সঙ্গে সঙ্গে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ফিল্ড আম্পায়ারের হাতে পেজার কেঁপে উঠবে৷’ বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তানের পাঁচ ওয়ান ডে সিরিজ৷
২১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে