রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৯:২৯:৫৪

মেসির বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় গোলরক্ষক ব্রাভো

মেসির বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় গোলরক্ষক ব্রাভো

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরে গুঞ্জনটি বেশ চাউর হয়েছিল, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই ব্রাভোকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। অবশেষে সই গুঞ্জনটি সত্য হলো। বার্সেলোনা ছাড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তাকে দলে ভেড়াতে মরিয়া ছিল ম্যানচেস্টার সিটি। গুঞ্জনটা আর গুঞ্জন থাকলো না, রূপ নিলো বাস্তবে। মেসিদের ছেড়ে পেপ গার্দিওলার ম্যানসিটিতে যোগ দিচ্ছেন ব্রাভো। বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

৩৬ মিলিয়ন ইউরোতে চিলিয়ান এই গোলরক্ষককে পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। সবকিছু ঠিক থাকলে এবারই পেপ গার্দিওলার ম্যানসিটিতে দেখা যেতে পারে ব্রাভোকে। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে যোগ দিতে বেশ আগ্রহী ব্র্রাভোও।

বার্সার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ বলেন, ‘ক্লদিও ব্রাভোর চুক্তির বিষয়ে ম্যানসিটির সঙ্গে আলোচনা চলছে। আমাদের নতুন একজন গোলরক্ষক দরকার। কেননা ব্রাভো বার্সা ছাড়ছে।’

স্প্যানিশ গনমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানায়, ম্যানসিটিতে যোগ দেয়া প্রায় নিশ্চিত ব্রাভোর।’ চিলিয়ান এই তারকা সিটিজেন শিবিরে যোগ দিলে কপাল পুড়তে পারে জো হার্টের। এবারের মৌসুমের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষের ম্যাচে দলে নেয়া হয়নি ইংলিশ এই গোলরক্ষককে। হার্টের পরিবর্তে ওই ম্যাচে সিটির গোলবারের নিচে জায়গা পেয়েছিলেন উইলি ক্যাবালিরো।
ব্রাভো আসলে সিটিজেন শিবিরে তার সঙ্গে থাকার সুযোগ পাবেন উইলি।

সান্ডারল্যান্ডের বিপক্ষে তাকে দলে নেওয়া প্রসঙ্গে গার্দিওলা জানান, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়ে ভীত নই। মনে হচ্ছে প্রাক-মৌসুম ম্যাচে উইলি দুর্দান্ত খেলেছে। তার উপর আমার অনেক আস্থা রয়েছে। তার মনোভাব এবং ব্যক্তিতত্বের জন্য আমি তাকে পছন্দ করি।’

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে বার্সায় নাম লেখান ব্রাভো। কাতালান ক্লাবটির গোলবারে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ভালদাসের স্থলাভিষিক্ত এই গোলরক্ষক বার্সার হয়ে দুই মৌসুমেই লা লিগার শিরোপা জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগের ট্রফিও। এভাবে বেশ কয়েকটি ট্রফি জয়ের পর মেসিদের সঙ্গে উল্লাসে মেতেছেন চিলির এই গোলরক্ষক।
২১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে