স্পোর্টস ডেস্ক : দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে পাকিস্তান। গুরুত্ব না দিয়ে খেলেও দুটি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে আফ্রিদির পাকিস্তান। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে পাকিস্তান। ওয়ানডে দলের জন্য খেলোয়াড়দের নামের তালিকায় রয়েছে চমকের পর চমক।
টি-টোয়েন্টিতে দারুণ খেলা ওমর আকমলকে সুযোগ দেয়া হয়নি ওয়ানডেতে। কিন্তু সিরিজ সেরা হওয়া ইমাদ রয়েছেন স্কোয়াডে। দলে ফেলার জন্য আমের এগিয়ে থাকলেও ডাক দেয়া হয়নি তাকেও। ওমরগুলকেও রাখা হয়েছে দলের বাইরে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে দলে রয়েছেন, আজহার আলী (অধিনায়ক), আমের ইয়ামিন, আহমদ শেহজাদ, আসাদ শফিক, বাবর আজম, বেলাল আসিফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সরফরাজ আহমদ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ।
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজাহার আলী নবীন বলে বেশ আলোচনা হয় এর আগে। কিন্তু এবার দেখা গেল অধিনায়ক হিসাবেও তিনি সফল অন্যদিকে খেলোয়াড় হিসাবেও।
আজাহার আলী অধিনায়ক হয়েই বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান হেরে গেলেও সফল ছিলেন ক্রিকেটার আজাহার আলী।
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর