স্পোর্টস ডেস্ক: দুইটি টেস্ট সিরিজ খেলতে গত সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখার কথা ছিল অস্ট্রেলিয়া টিমের। কিন্তু জঙ্গি হামলার ঠুনকো অজুহাতে টিম অস্ট্রেলিয়া সফর করতে অনীহা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার আগমন উপলক্ষ্যে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিল বাংলাদেশ। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করে দিয়েছিল বিসিবি। কিন্তু বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজই এখন অনিশ্চয়তায়।
বাংলাদেশ সফর বাতিল করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া! যদি অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসে তাহলে জাতীয় দলের ক্রিকেটাররা ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেও খেলবেন। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব ও তামিমরা জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলেছিলেন। সিরিজ না হলে জাতীয় ক্রিকেট লিগই হবে তাদের শেষ ভরসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)এরকই পরিকল্পনা করছে।
এ বিষয়ে গতকাল মিরপুরে এক প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,‘‘যদি সিরিজ না হয়, তবে ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের খেলোয়াড়রা খেলবে। আমাদের পরিকল্পনা সে রকমই।’’
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৩ অক্টোবর (শনিবার)। চারটি মাঠে আটটি দল খেলবে।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু