সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৪:৪১:৩২

পাক-অধিকৃত কাশ্মীর তাড়াতাড়ি খালি করুক পাকিস্তান : চায় ভারত

পাক-অধিকৃত কাশ্মীর তাড়াতাড়ি খালি করুক পাকিস্তান : চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পররাষ্ট্র সচিব পর্যায়ের সে বৈঠকের প্রস্তাবের জবাবে ইসলামাবাদে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। তবে তার আগে কিছু শর্ত বেঁধে দিয়েছে ভারত। সন্ত্রাস নিয়ে কথা হলে ভারত কথা বলবে, কাশ্মীর নিয়ে নয়-আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দিল্লির তরফে। আর এবার সামনে এলো ভারতের আরও কয়েকটি শর্তের কথা।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে খবর, ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া তখনই এগোতে পারে যখন ইসলামাবাদ কাশ্মীরকে আঘাত করতে সন্ত্রাস বন্ধ করে। এছাড়াও কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ভারত। আলোচনার টেবিলে উঠতে হবে ছাব্বিশ এগারোর মুম্বাই হামলা ও পাঠানকোট হামলায় জড়িত পাকিস্তানি জঙ্গিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ইস্যু, এবং সর্বোপরি পাকিস্তান যাতে তাড়াতাড়ি তাদের অধিকৃত কাশ্মীরের অংশ ছেড়ে যায় সে বিষয়টিও।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে খবর, ভারতীয় হাই কমিশনার এই বিষয়ে একটি জবাবি চিঠি পাকিস্তান দূতাবাসকে দিয়েছেন। যেখানে ভারতের উদ্বেগের পাঁচটি বিষয় উল্লেখ করা আছে। এক, সন্ত্রাস। দুই, সীমান্তপারের সন্ত্রাস বন্ধ করা। তিন, হিংসার প্ররোচনা দেওয়া বন্ধ করা, জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জঙ্গিশিবিরগুলি বন্ধ করা এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ করা।

ভারতের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পাকিস্তান একটা অফার দিয়েছিল। ভারত সেই অফারে সাড়া দিয়েছে। বল এখন পাকিস্তানের কোর্টে। এবার তারা কী করবে, তা তাদের বিষয়।
২২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে