সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১০:১২:০১

বাংলদেশে আসবেন মার্গারিতা

বাংলদেশে আসবেন মার্গারিতা

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে অনুষ্ঠিত অলিম্পিকের এবারের আসরে রিদমিক জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জিতেছেন রাশিয়া প্রবাসি বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মেয়ে মার্গারিতা মামুন। বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন ও সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার ঘরে জন্মেছেন মার্গারিতা।

এবারের আসরের পঞ্চদশ দিনে বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে ব্যক্তিগত অল আরাউন্ট ইভেন্টে ফেভারিট ও তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিয়াভৎসেভাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।

এসময় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মার্গারিতা বলেছেন, তার এই জয় দুই দেশের জন্য। আমি এটা জেনে খুব খুশি যে বাংলাদেশের অনেক ভক্ত আমাকে সমর্থন করছে।

তিনি আরও বলেন, আমি বাংলায় ১ থেকে ১০ পর্যন্ত গুণতে পারি। যখন ছোটো ছিলাম, আমার বাবা আমাকে বাংলা শেখাতেন; কিন্তু আমি সব ভুলে গেছি।

রিদমিক জিমন্যাস্টিক্সে রাশিয়ায় বেশ কয়েক বছর ধরে আলোড়ন তোলা মার্গারিতা ‘দ্য বেঙ্গল টাইগার’ নামে পরিচিত। তবে রিওতে শক্তি দিয়ে নয়, মার্গারিতা প্রতিপক্ষদের ঘায়েল করেন হুপ, বল, ক্লাব ও রিবন এই চারটি রুটিনে অনবদ্য ক্রীড়াশৈলী দেখিয়ে।

রবিবার একটি ফেসবুক পোস্টে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার দুই দিন পরে গত বছর এই সময়ে তাদের (মার্গারিতা ও তার পরিবার) সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম মস্কোর অদূরে।

তিনি আরও জানিয়েছেন, মামুন ভাই কথা দিয়েছেন, অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন। তখন ‘বাংলার বাঘীনি’র জন্য ফুলের তোড়াটা নিশ্চয় আরও অনেক বড় হবে।

শাহরিয়ার আলম গত বছর মস্কো সফরকালে ওই নৈশভোজে মার্গারিতার সঙ্গে তোলা দুটি ছবিও ফেইসবুকে দিয়েছেন তিনি।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে