সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১০:৩৪:৫৭

‘আশরাফুলকে বিসিএলে খেলতে দেওয়া হোক’

‘আশরাফুলকে বিসিএলে খেলতে দেওয়া হোক’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তিন বছরের নিষেধাজ্ঞা থেকে গত ১৩ আগস্ট মুক্ত হয়েছেন। তিন বছরের নিষেধাজ্ঞা উঠে গেলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও জাতীয় দলে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক আরেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

প্রথমেই পাইলট আশরাফুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন ভাবে সে(আশরাফুল) শুরু করুক। আমি কয়েকদিন আগে পত্র-পত্রিকায় পড়ছিলাম যে, তাকে বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল) জন্য বিবেচনা করা হবে না। আমার কাছে মনে হয়, আশরাফুল সর্বোচ্চ লেভেলের ক্রিকেট খেলেছে। সে জানে কিভাবে পারফর্ম করতে হয়। তাই তাকে বিশেষভাবে বিবেচনা করা উচিত।

তিনি বলেন, আশরাফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিবারের একজন সদস্যের মতো। সে এতোদিন খেলায় ছিলো না, তাই বিসিবির উচিত পরিবারের সদস্যকে ঠিকমতো পরিচর্যা করা।কিছুদিন আগে শুনলাম কোচ বলেছিলো যে তাকে নেয়া হবে না, একটা নিয়মের মধ্যে দিয়ে তাকে আসতে হবে। তবে একটা কথা, বিসিএলে যারা খেলে তাদের সবার কিন্তু জাতীয় দলে খেলার নিশ্চয়তা নাই।

তিনি আরও বলেন, আমার মনে হয় ৬০-৭০ ভাগ খেলোয়াড় জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে না। কিন্তু প্রথম শ্রেনীর ক্রিকেট খেলতে হবে তার জন্যই খেলানো হয়। যেহেতু আশরাফুল দেশের হয়ে অনেক দিন পারফর্ম করে এসেছেন সেহেতু তাকে নিচ থেকে পরীক্ষা দিয়ে আসতে হবে বিষয়টা তেমন না। আমি বলছি না তাকে এখনি জাতীয় দলে সুযোগ দিতে হবে। তবে বিসিএলে সুযোগ দেয়া উচিত।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে