সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১১:০৪:৪৮

রিতা খেলতে চেয়েছিলেন বাংলাদেশের হয়েই

রিতা খেলতে চেয়েছিলেন বাংলাদেশের হয়েই

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে অনুষ্ঠিত অলিম্পিকের এবারের আসরে রিদমিক জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জিতেছেন রাশিয়া প্রবাসি বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মেয়ে মার্গারিতা মামুন। বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন ও সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার ঘরে জন্মেছেন মার্গারিতা।

স্বর্ণ জয়ের পর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্গারিতা বলেন, এই জয় দুই দেশের জন্য। আমি দুই দেশের নাগরিক। রাশিয়ার পাশাপাশি বাংলাদেশও আমার দেশ। জুনিয়র পর্যায়ে একটি প্রতিযোগিতায় আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তও নিয়েছিলাম।

পিতৃভূমির প্রতি টান থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রিতা। আগ্রহটা আসলে বেশি ছিল তার বাবা আবদুল্লাহ আল মামুনের। মেয়েকে রাজি করানোর পর ২০০৭ সালে বাংলাদেশে এসে ঢাকায় জিমন্যাস্টিকস ফেডারেশনের কর্তাদের পেছনে বেশ কিছুদিন ঘোরাঘুরি করেছেন তিনি। কিন্তু ফেডারেশন কর্তাদের কাছ থেকে কোনো রকম সাড়া পাননি।

পরে বিফল মনোরথে রাশিয়া ফিরে যান তিনি। মেয়েকে দেশের হয়ে খেলানোর জন্য আবদুল্লাহ মামুন যে তাদের পেছনে ধরণা দিয়েছেন সেটা গতকাল স্বীকার করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুল আলম বাবলু। ওই সময় তিনি ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

আবদুল্লাহ আল মামুনের কথায় সাড়া না দেওয়ার পেছনে কারণ হিসেবে আহমেদুল আলম বাবলু বলেন, তার কথায় আমরা যে কান দেব, সে উপায় তো ছিল না। রিদমিক জিমন্যাস্টের প্রচলন আমাদের এখানে তেমনভাবে নেই। আর এ ইভেন্টের পেছনে প্রচুর খরচ হয়। ফ্লোর বানাতে, কোচ আনতে অনেক অর্থ লাগে। আমাদের সে সামর্থ্য নেই।

ভবিষ্যতে রিতাকে বাংলাদেশে এনে এ দেশের জিমন্যাস্টের উন্নয়নে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি।
বিষয়টি মোটেও কঠিন কিছু নয়। কারণ রিটা বাংলাদেশে প্রায়ই আসেন। রাজশাহী থেকে তার চাচি জানিয়েছেন, গত বছরও বাবার সঙ্গে বাংলাদেশ থেকে ঘুরে গেছেন কুড়ি বছরের এ তরুণী।

তার চাচি আরও জানান, আবদুল্লাহ আল মামুনের নাকি ভীষণ ইচ্ছা ছিল তার মেয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক; শেষ পর্যন্ত তা হয়নি। এর পরও বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবেই তাদের সন্তানের সাফল্যে গর্বিত।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে