সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৫:২১:৪৬

দেশে ফিরে কাউন্টি সম্পর্কে যা বললেন মুস্তাফিজ

দেশে ফিরে কাউন্টি সম্পর্কে যা বললেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: কাঁধের অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান 'কাটার মাস্টার'।

বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে যান মুস্তাফিজ। গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল তার। ইংল্যান্ডে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান।

বাম কাঁধে ব্যথা পান তিনি। পরীক্ষা-নিরীক্ষায় কাটার মাস্টারের কাঁধে টাইপ টু টিয়ার ধরা পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান হলো অস্ত্রোপচার। লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে গত ১১ আগস্ট মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার হয়।

এরপর গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিলো ‘দ্য ফিজ’ খ্যাত মুস্তাফিজের। কিন্তু কাঁধে ব্যথা থাকার কারণে আরো তিনদিন লন্ডনে থাকতে হয় তাকে।

তবে দেশে ফিরলেও এখনই বল হাতে মাঠে নামতে পারবেন না এই বোলার। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সম্পূর্ণ ফিট হতে পাঁচ মাস সময় লাগবে মুস্তাফিজের।

বিমান বন্দরে নেমে ইংলিশ কাউন্টি ক্রিকেট সম্পর্কে মুস্তাফিজ জানান, সাসেক্সের হয়ে ম্যাচগুলো খেলতে না পারার কারণে দু:খ লাগছে। আশা করেছিলাম, সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারব। কিন্তু ইনজুরির কারণে সেটা পারিনি। তাই খুব খারাপ লাগছে।
২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে