সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৭:১৩:৩৩

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারী শীর্ষ ৮ বোলার

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারী শীর্ষ ৮ বোলার

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ডে এসে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। গতকাল শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট দখল করে বিশ্বরেকর্ড করলেন মিচেল স্টার্ক।

সবচেয়ে কম ওয়ানডে খেলে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়লেন সেই স্টার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২ রানে ৩ উইকেট নেন তিনি। এতে ওয়ানডে তার মোট উইকেট এখন ১০১। মাত্র ৫২ ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম-৫৩ ম্যাচ খেলে ১০০ উইকেটের কৃতিত্ব ছিল সাকলাইন মুশতাকের। কিন্তু পাকিস্তানের এ কিংবদন্তি স্পিনারকে টপকে সবার ওপরে এখন মিচেল স্টার্ক।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারী শীর্ষ ৮ বোলার।

খেলোয়াড়                ম্যাচ     সময়

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)      ৫২    ২০১০-১৬

সাকলাইন মুশতাক (পাকিস্তান)   ৫৩    ১৯৯৫-৯৭

শেন বন্ড (নিউজিল্যান্ড)       ৫৪    ২০০২-০৭

ব্রেট লি (অস্ট্রেলিয়া)         ৫৫    ২০০০-০৩

ইমরান তাহির (দ. আফ্রিকা)    ৫৮    ২০১১-১৬

ওয়াকার ইউনুস (পাকিস্তান)    ৫৯    ১৯৮৯-৯৩

ইরফান পাঠান (ভারত)       ৫৯    ২০০৪-০৬

মরনে মরকেল (দ. আফ্রিকা)    ৫৯    ২০০৭-১৩

২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে