সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৭:৩৮:১০

শেষ হওয়া অলিম্পিক গেমসের পদক জয়ের হিসাব-নিকাশ

শেষ হওয়া অলিম্পিক গেমসের পদক জয়ের হিসাব-নিকাশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় আজ সকাল পদ নেমেছে রিও অলিম্পিক আসরের। এবারের অলিম্পিকে ১৬ দিন টানটান লড়াই হয়েছে পদক জেতার।

মাইকেল ফেল্পস একাই জিতলেন পাঁচটা সোনা। আমেরিকা জিতল মোট ৪৬টা সোনা। এবারের রিও গেমসে ৫৯টা দেশ অন্তত একটা করে সোনা জিতেছে। একটা গেমসে এর আগে এত দেশ কখনও সোনা জেতেনি।

৮৭টা দেশ অন্তত একটা পদক জিতেছে। মানে পদক তালিকায় ঠাঁই পেয়েছে। এটাও রেকর্ড। কিন্তু জানেন কী ১২০টা দেশ কোনও পদকই পায়নি। যাদের মধ্যে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তানও। আসলে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি সাতটা দেশের কেউই কোনও পদক জিততে পারল না।

৯টা দেশ এবারেই অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সোনা জিতল। যাদের মধ্যে আছে সিঙ্গাপুর, ভিয়েততাম, রিকোয়া পুয়ের্তো, বাহারিন,কোসোভো, ফিজি, জর্ডন, তাজাকিস্তান, আইভরি কোস্ট।

মোট পদকের ৪৮ শতাংশই জিতেছে ইউরোপের দেশেরা। ২২ শতাংশ জিতেছে আমেরিকা মহাদেশ। এশিয়ার ঝুলিতে মোট পদকের ২১ শতাংশ এসেছে। অ্যাথালেটিক্সে পদক এলেও আফ্রিকার ঝুলিতে মোট পদকের মাত্র ৫ শতাংশ। ওশিয়ানায়ার ৫ শতাংশ পদকের বেশিরভাগটাই জিতেছে অস্ট্রেলিয়া।
২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে