সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৯:১২:০২

অলিম্পিকে জ্যাভলিনে অভিষেক উসাইন বোল্টের

অলিম্পিকে জ্যাভলিনে অভিষেক উসাইন বোল্টের

স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিকের শেষ দিনে উসাইন বোল্টকে পাওয়া গেল নতুন স্পোর্টিং ইভেন্টে৷ জ্যাভলিনে অভিষেক করলেন বিশ্বের সেরা স্প্রিন্টার৷ নেহাতই মজার ছলে রিও-র ট্র্যাকে জ্যাভলিন ছুঁড়লেন জামাইকান জায়ান্ট৷

৫৬ মিটারের দূরত্ব অতিক্রম করল বোল্টের জ্যাভলিন৷ জ্যাভলিনে যারা হাতেখড়ি করে তাঁরাও এই দূরত্ব অতিক্রম করতে হিমশিম খেয়ে যায়৷কিন্তু বিশ্বের দ্রুততম মানব হেলায় ব্যাপারটা করলেন৷

এবারের রিও-তে জার্মানির থমাস রোলারের জ্যাভলিন ৯০.৩ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা ছিনিয়ে এনেছে৷ বিশেষজ্ঞদের ধারণা বোল্ট যদি এবার জ্যাভলিন ছোঁড়া প্র্যাকটিস করেন তাহলে অনেকেরই ঘুম ছুটে যাবে৷ টোকিও অলিম্পিকে কি বোল্টকে জ্যাভলিনের ইভেন্টে দেখা যাবে? এই প্রশ্নই ছুঁড়ে দিলেন তিনি৷

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি স্প্রিন্টার কেরিয়ারের শেষ অলিম্পিক রিও-তে আগুন জ্বালিয়েছেন৷ ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতে বুঝিয়ে দিয়েছেন যে,তিনি সেরা ছিলেন সেরা থাকবে৷তাঁর কক্ষপথের ধারে কাছে কেউ নেই৷ট্রিপল এর ট্রিপল করা মানুষটি সবার থেকে আলাদা৷
২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে