বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০১:১২:৪২

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নামছে বাংলাদেশ

 ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী বাংলাদেশ দল ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় ওয়ানডেতে এসে কিছুটা হলেও সাফল্যের পরিচয় দিয়েছে তারা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানকে ১১৫ রানের মধ্যে আটক করতে সক্ষম হয় সালমা-ফাহিমারা। সিরিজে সমতা আনতে সালমা-জাহানারাদের এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১১৪ রানের স্কোর দাঁড় করায় পাকিস্তান নারী দল। দলের হয়ে ওপেনার মারিনা ইকবাল ৩৩ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ২০ রান।

ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার দু’টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডল একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর এই প্রথম কোনো দেশের মহিলা ক্রিকেট দল পাকিস্তান গেল আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। বাংলাদেশ একাদশ: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, আয়েশা রহমান, রুমানা আহমেদ, লতা মণ্ডল, ফারজানা হক, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, নিগার সুলতানা, নাহিদা আক্তার।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে