মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৮:৪১:৪৪

‘ইংল্যান্ড সোনা জিতেছে টাকার জোরে’

‘ইংল্যান্ড সোনা জিতেছে টাকার জোরে’

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে ২৭টি সোনার পদক ও ৬৭টি মোট পদক জিতেছে ইংল্যান্ড। পদক তালিকায় তাদের অবস্থান ১। অথচ ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে তারা জিতেছিল মাত্র ১টি সোনা। সব মিলিয়ে ১৫টি পদক। পদক তালিকায় তাদের অবস্থান ছিল-৩৬। ২০ বছরের ব্যবধানে তাদের পদক সংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ নাকি টাকা!

এ প্রসঙ্গে দেশটির স্পোর্টস চেয়ারম্যান রড কার বলেছেন, আটলান্টা অলিম্পিকের পর জন মেজর(সে সময়ের প্রধানমন্ত্রী) পুরো লটারি আইনটাকেই বদলে দিতে চেয়েছিলেন। আমরাও যতটুকু পেরেছি, করেছি।

তিনি বলেন, এক বছর পর দেখলাম, আমরা একটা ভিত্তি পেয়ে গেছি। আটলান্টায় দুটি রুপা পেয়েছিলাম (সেইলিংয়ে), কয়েকটিতে সেরা দশে ছিলাম। কিন্তু সিডনিতে (২০০০ অলিম্পিক) পেলাম তিনটি সোনা ও দুটি রুপা। এরপর বেশ ভালোই উন্নতি করেছি আমরা, অন্য খেলাগুলোও এগিয়েছে।

তিনি আরও বলেন, নব্বইয়ের শেষ দিকে আমরা শুধুই বিশ্বাসের ওপর ভিত্তি করে এগোতাম। কিন্তু ২০০০-এর শুরুর দিক থেকে পরিষ্কার হয়ে গেল, পদক ও অর্থায়ন একই রেখায় চলে।

বলতে গেলে প্রচুর অর্থায়নের ফল অলিম্পিকে ইংল্যান্ডের এমন সফলতা। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের হিসাব, ১৯৯৬ অলিম্পিকের আগে অলিম্পিকের খেলাগুলোয় প্রতিবছর তাদের বিনিয়োগ ছিল ৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু ২০০০ অলিম্পিকের আগের চার বছরে সেটিই বেড়ে দাঁড়ায় বার্ষিক ৫০ মিলিয়ন পাউন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকের আগে আরও বেড়ে বছরে ৮০ মিলিয়ন।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে