স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মানুষের কৌতূহলের শেষ নেই। সব কৌতূহলের জন্য চূড়ান্ত তথ্য পাওয়া গেল এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন শেষ আশার কথা জানিয়েছিলেন।
অসি ক্রিকেট বোর্ডের কাছে আবেদনও করেছেন তিনি। এই আবেদনেই এই ফলাফল! অস্ট্রেলিয়ায় এক প্রবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক সালেক সুফি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ডের সাথে মেইলে যোগাযোগ করেন।
সাদারল্যান্ড লিখেন, ‘দুঃখিত, মি. সালেক, আপনার জন্য কোনো ভালো খবর নেই। বাংলাদেশ সফরটি বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা সবার আগে। আমাদের দুঃখ প্রকাশের বিষয়টি বাংলাদেশ কমিউনিটিতে জানিয়ে দিন।’
সাদারল্যান্ড এই তথ্য দেয়ায় এখন পরিস্কার যে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার। অন্যদিকে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে অসিরা।
গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলবে অসিরা। বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলে বিরক্তিকর অভিজ্ঞতাকে সঙ্গী করতে চায় না অসিরা।
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর