মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৯:১২:০১

‘পৃথিবী এখন নেইমারদের বুকে টেনে নেবে’

‘পৃথিবী এখন নেইমারদের বুকে টেনে নেবে’

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত রিও অলিম্পিক-ফুটবলের ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে জার্মানিকে হারিয়েছে ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিল এর আগে অলিম্পিক-ফুটবলে কোনও শিরোপা জিততে পারে নি। অথচ এই ব্রাজিলের হয়ে খেলেছেন পেলে, রোনালদো, রিভালদো, রোনালদিনহোর মত তারকারা। তাদের কেউই এই শিরোপা ছঁতে পারেন নি। পারলেন নেইমার ও তার দল। সুতরাং অভিনন্দিত তাদের হওয়ারই কথা দেশের মানুষের কাছ থেকে। তাই পেলেও নিজেকে সংবরণ করতে পারেন নি।

নিজের টুইটার একাউন্টে পেলে লিখেছেন, আমি সারাজীবন ধরে অপেক্ষায় আছি কবে আমরা অলিম্পিক ফুটবলে সোনা জিতব। এবার আমার স্বপ্ন সত্যি হলো।

ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি অন্য একটি টুইটে লিখেছেন, বিশ্বকাপ জয়ের পর অলিম্পিকে সোনা জয় আমাদের জন্য আবশ্যক ছিল। কিন্তু কেন জয়ের কাছে গিয়েও হেরে যাচ্ছিলাম আমরা। কিন্তু এবার এই দুঃসময় কাটল। সারা পৃথিবী এখন ব্রাজিলকে বুকে টেনে নেবে।

গত বিশ্বকাপে এই জার্মানির কাছেই ৭ গোল খেয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। রিও জেতার মাধ্যমে কিছুটা হলেও সেই হারের প্রতিশোধ তো নেওয়া হলো।

এই জয়ের জন্য নেইমার বাহিনীকে অভিনন্দন জানান পেলে। রিও অলিম্পিকের সফল আয়োজনের জন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, এই ব্রাজিল কিংবদন্তিকে রিও অলিম্পিকের মশাল প্রজ্বলনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নি।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে