মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৯:২৫:২১

কর দিতে হবে পদক জয়ীদের!

কর দিতে হবে পদক জয়ীদের!

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের পদক জয়ী প্রত্যেক অ্যাথলেটকেই পদকের উপাদানের মূল্যমান অনুযায়ী কর পরিশোধ করতে হবে সে দেশের সরকারকে।

অলিম্পিক গেমসে পদক জেতা অ্যাথলেটদের যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি বিশেষ বোনাস দিয়ে থাকে। প্রত্যেক স্বর্ণজয়ী পান ২৫ হাজার ইউএস ডলার, রৌপ্যজয়ী পান ১৫ হাজার ইউএস ডলার আর ব্রোঞ্জজয়ী পান ১০ হাজার ইউএস ডলার। এবং এই বোনাসকেও আয় হিসেবে বিবেচনা করে সেটার জন্য কর গুনতে হবে পদকজয়ী অ্যাথলেটদের।

মূল্যমানের তালিকা অনুসারে অলিম্পিকের একটি স্বর্ণ পদকের মূল্য প্রায় ৬০০ ইউএস ডলার, রৌপ্য পদকের মূল্য প্রায় ৩০০ ইউএস ডলার আর ব্রোঞ্জ পদকের মূল্য চার ইউএস ডলার।

করের পরিমাণটাও একেবারে কম নয়। আমেরিকার সবচেয়ে বেশি আয়ের মানুষদের সমান কর, মোট আয়ের ৩৯.৬ শতাংশ হিসাবে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হবে ফেলপস-বিলেসদের। তার মানে দাঁড়ায়, স্বর্ণ পদকের জন্য দিতে হবে ৯ হাজার ৯০০ ইউএস ডলার, রৌপ্য পদকের জন্য দিতে হবে ৫ হাজার ৯৪০ ডলার এবং ব্রোঞ্জ পদকের জন্য দিতে হবে ৩ হাজার ৯৬০ ডলার।

এই হিসাব অনুযায়ী, এবারের আসরে পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্যজয়ী জলমানব মাইকেল ফেলপসের মোট করের পরিমাণ শুনলে মাথা ঘুরে যাওয়ার কথা অনুন্নত কোনো দেশের অ্যাথলেটদের। এবারের রিও অলিম্পিকের অর্জিত পদকগুলোর জন্য মাইকেল ফেলপস কর দেবেন ৫৫ হাজার ইউএস ডলার।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে