মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৯:৫৩:৪৮

‘এসিসির পরবর্তী প্রধান বাংলাদেশের’

‘এসিসির পরবর্তী প্রধান বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক : পর্যায়ক্রমিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভাপতি হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। তার মেয়াদ শেষে এসিসির সভাপতি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কোনও কর্মকর্তা।

কলম্বোতে অনুষ্ঠিত এসিসির সভা শেষে দেশে ফিরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন এ তথ্য দিয়েছেন।

২০১৮ সালের জুলাই অবধি এসিসির প্রধানকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার খান। তার মেয়াদ শেষে উত্তরসূরি হিসেবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় যোগ দেবেন কোনও এক বাংলাদেশি।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে এসিসি প্রতিষ্ঠার পর থেকে তিনজন বাংলাদেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আনিসুল ইসলাম মাহমুদ(১৯৮৯-৯১), মোহাম্মদ আলী আসগর (২০০২-০৪), আ হ ম মুস্তফা কামালের (২০১০-১২) পর এসিসির প্রধানকর্তার চেয়ারে বসতে যাচ্ছেন বাংলাদেশের কোনো ক্রিকেট সংগঠক।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে