মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১০:৩১:০৫

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থেকে মেয়ের বিশ্বজয় দেখেছেন মার্গারিটার বাবা

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থেকে মেয়ের বিশ্বজয় দেখেছেন মার্গারিটার বাবা

স্পোর্টস ডেস্ক : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘বাঙালি’স্বর্ণকন্যা সেই মার্গারিটার বাবা, বিছানায় শুয়ে দেখেছেন মেয়ের বিজয়। বাংলাদেশকে অলিম্পিক স্বর্ণপদকের গর্ব অনুভব করানো সেই মার্গারিটা মামুনের বাবা আব্দুল্লাহ আল-মামুন ক্যান্সারে আক্রান্ত।

বিছানায় শুয়ে-শুয়েই দেখেছেন মেয়ের বিজয়-দৃশ্য। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। আব্দুল্লাহ আল-মামুনের বাড়ি রাজশাহীর কাশিপুর গ্রামে। সেখানে থাকেন তার বোন দিনা জহুরা।  

মার্গারিটাকে কাশিপুরবাসী রিতা বলে ডাকে। বাবার সঙ্গে তিনবার গ্রামে এসেছেন তিনি। সর্বশেষ এসেছেন আট বছর আগে। তখন তার বয়স ছিল ১২ বছর। মার্গারিটা সোনা জয়ের পর থেকে কাশিপুরবাসী আনন্দে ভাসছে।

মামুন গ্রামে একতলা বাড়ি নির্মাণ করেছেন।  এসে সেই বাড়িতেই ওঠেন। শনিবার রাতে কাশিপুরের অনেকে টিভির সামনে অপেক্ষায় ছিলেন। তাদের মেয়ে সোনা জিতবেন বলে।

মার্গারিটা জন্মভূমির মানুষদের হতাশ করেননি। পদক হাতে নিয়ে ভুলে যাননি এই দেশটার নাম। সোজাসুজি তিনিও বলে দেন, ‘এই পদক বাংলাদেশেরও।’
বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থেকে মেয়ের বিশ্বজয় দেখেছেন বাংলাদেশি স্বর্ণকন্যা মার্গারিটার বাবা। মামুনের বোন জানিয়েছেন এ বিষয়ে।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে