মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১১:০৫:০৬

‘জানি না, আরও ভালো দিন আছে কি'

‘জানি না, আরও ভালো দিন আছে কি'

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ‘অন্যতম নির্ভরযোগ্য’ পেসার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমার দুইবার ইংল্যান্ড সফরে যাওয়া হয়েছে। প্রথমবার যাওয়া হয়েছে অনুর্ধ্ব-১৯ খেলার সময়। সে সময় ইনজুরিতে পড়েছিলাম। কাউন্টি খেলতে যাওয়ার পরেও ইনজুরিতে পড়েছি। দুইটা সফরই আমার জন্য ভাল যায় নাই। সামনে আরও ভালো দিন আছে কিনা জানি না, সব আল্লার ইচ্ছা।

লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার শেষে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের ছাড়পত্র পেয়ে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেছেন।

বড় আশা নিয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। অভিষেকটাও দারুণ হয়েছিল তার। দুর্ভাগ্য কাটার মাস্টারের, বেশিদূর এগোতে পারেন নি। কাঁধের পুরাতন ইনজুরিতে নতুন করে ব্যথা পান তিনি। তাই সার্জনদের পরামর্শ অনুযায়ী কাঁধের অস্ত্রোপচার করাতে তাকে।

অস্ত্রোপচার শেষে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু অস্ত্রোপচারের ধকল কাটাতে আরো দুই দিন সেখানে ছিলেন কাটার মাস্টার। লন্ডন থেকে ১১ ঘণ্টার ভ্রমণ শেষে আজ সোমবার সকাল ১১ টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকায় পা রাখেন তিনি।

প্রসঙ্গত, ন্যাট ওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক ম্যাচেই ‘ম্যাচ সেরা’ হন মোস্তাফিজ। পরের ম্যাচের পরে আর কোনও ম্যাচ খেলতে পারেন নি তিনি।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে