স্পোর্টস ডেস্ক: সিরিজ ব্যর্থতার দায়ভার নিয়ে গতকাল (বুধবার) দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও তিনদিনের ম্যাচে হেরে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছে মুমিনুল-নাসিররা। জাতীয় দলের আদলে গড়া দলের এমন ফলাফলে হতাশ ক্রিকেট বিশ্বকে।
দলের এই করুণ পরাজয় নিয়ে বুধবার ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের টিম ম্যানেজার ফারুক আহমদ। তখন তিনি বাংলাদেশ দলের এমন পরাজয়ের তথ্য উম্মোচন করলেন সাংবাদিকদের সামনে।
ফারুক আহমেদের মতে, টপঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই করুণ পরাজয় মানতে বাধ্য হয় বাংলাদেশ দলকে।
জাতীয় দলের প্রধান নির্বাচক ও ‘এ’ দলের ম্যানেজার পুরো সফরের ফলাফল সম্পর্কে বলেন,‘ভারত সফরে প্রত্যেকটি ম্যাচেই আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ হয়েছে। শুরুতে উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে গেছি, সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারিনি।ম্যাচে হেরে যাওয়ার জন্য এটাই মূল কারণ।’
ঘরের মাটিতে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়রা, বিদেশে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলেন নিজেকে। এমনকি প্রতিটি ম্যাচে টপঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এ প্রসঙ্গে ফারুক আহমেদের ব্যাখা, ‘ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠে পারফর্ম করা অনেক কঠিন ব্যাপার। এখানে আমরা যেভাবে খেলতে পারি, বিদেশের মাঠে গিয়ে সেভাবে খেলা যায় না। তাছাড়া তিনদিনের প্রথম ম্যাচেই আমরা কর্ণাটকের বিপক্ষে হেরে গেছি, এটা আসলে দুঃখজনক। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের ‘এ’ দলকে মোকাবেলা করতে হয়েছে আমাদের। তারা অনেক শক্তিশালী দল। এই ঘাটতি কাটিয়ে উঠতে হলে লংগার ভার্সন ক্রিকেটে আরো বেশি কাজ করতে হবে। ঘরের মাঠে লংগার ভার্সনে ভালো খেলতে পারলে এইধরনের ক্রিকেটে আমরা ভালো করতে পারবো।’
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু