মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১২:০৯:২৩

‘কখনও কর্কশ ভাষায় কথা বলেন না মিসবাহ’

‘কখনও কর্কশ ভাষায় কথা বলেন না মিসবাহ’

স্পোর্টস ডেস্ক : ২০১০-২০১১ ও ২০১২-১৬ পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস বলেছেন, তাদের(পাকিস্তান জাতীয় টেস্ট ক্রিকেট দল) পারফরম্যান্সে সত্যিই আমি মুগ্ধ। তবে আমি যেটি করেছি তার কৃতিত্ব নিতে চাই না। আমি পুরো কৃতিত্ব মিসবাহকে দিতে চাই। তাকে কখনো সমালোচকদের সঙ্গে অযথা তর্কে লিপ্ত হতে দেখিনি। এমনকি কখনো বাজে পরিস্থিতিতেও কারো সঙ্গে কর্কশ ভাষায় কথা বলতে দেখিনি।

ভারতের একটি সংবাদ মাধ্যমকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিন এসব কথা বলেছেন।

ওয়াকার ইউনিস বলেন, মিসবাহর খেলার ধরন দেখে অনেককেই সমালোচনায় লিপ্ত হতে দেখেছি। কিন্তু সবার এখন তাকে নিয়ে গর্ব করা উচিত। আপনি তার কাছ থেকে আর কী চান?’ সে তার সামর্থ্যের সবটুক নিংড়ে দিয়েছে। লোকজন তাকে পছন্দ করুক আর না করুক সে কিন্তু দেশের হয়েই কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে চূড়ায় তুলেছে। আপনি আর কী অর্জন করতে চান?

তিনি বলেন, এটি মিসবাহ এবং গোটা দলের জন্য অবিস্মরণীয় মুহূর্ত। কেননা, তারা তাদের কঠোর পরিশ্রমের মূল্য পেয়েছে। আমাদের লক্ষ্য ছিল বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দলে পরিণত হওয়া। বর্তমানে পাকিন্তান ব্যতীত অন্য কোনো দল চূড়ায় ওঠার যোগ্যতা রাখে না। গত সাত-আট বছর ধরে তারা ঘরের মাঠে ক্রিকেট খেলতে পারছে না। তবে তারপরও ঘরের বাইরে দুর্দান্ত খেলে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দলে অনেক সমস্যা ছিল। কিছু বিতর্ক ছিল এবং বিশেষ করে ছেলেরা ঘরের মাঠে খেলতে পারছে না এই সমস্যা তো ছিলই। পরিবার ছেড়ে টানা দেশের বাইরে থাকা কম কষ্টকর নয়। সুতরাং, আমি মনে করি, এটি নিয়ে দলের গর্ব করা উচিত। আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে; যাতে করে ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারি।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ এ ড্র করার পর শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠে এসেছিল পাকিস্তান। অন্যদিকে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া বিরাট কোহলির ভারতকে শীর্ষে তুলে দেয়। কিন্তু এক সপ্তাহ না পেরুতেই পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারাল কোহলির দল।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে