মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১২:৩৪:৫৩

শচীন-শেবাগকে টপকে গেলেন এ প্রজন্মের এক ভারতীয় ক্রিকেটার

শচীন-শেবাগকে টপকে গেলেন এ প্রজন্মের এক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আইসিসিতেও বাজিমাত দেখিয়েছেন এই ক্রিকেটার। শচীন-শেবাগকে টপকে গেলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের পাঁচ বছরের মধ্যেই ম্যান অব দ্যা সিরিজের হিসেবে ছাড়িয়েছেন শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগের মতো কিংবদন্তিদের।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাকিংয়ের অলরাউন্ডার হিসেবে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এবার তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন অশ্বিন। এই সিরিজসহ তিনি ১৩টি সিরিজে খেলেছেন মোট ৩৬টি ম্যাচ। ১৩ টি সিরিজের মধ্যে ছয়টিতে তিনি ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন।

২৯ বছর বয়সী এই ডান হাতি অফ স্পিনার এখন ভারতের টেস্ট ইতিহাসে ‘সর্বোচ্চ ম্যান অব দ্যা সিরিজ’পাওয়ার রেকর্ড গড়েছেন। তার আগে পাঁচবার করে এই সিরিজ সেরার খেতাব পেয়েছেন শচীন ও শেবাগ। তাদেরকে ছাড়িয়ে গেছেন তিনি।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে