মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১২:৪৫:৪৫

‘অধিনায়ক যেই হোক নেইমারই নেতা’

‘অধিনায়ক যেই হোক নেইমারই নেতা’

স্পোর্টস ডেস্ক : ও বলেছে(নেইমার), আমি আর অধিনায়ক থাকতে চাই না। আমি বলেছি, আগে বাড়িতে ফিরে গিয়ে এই মেডেলটা উদ্‌যাপন করো। অধিনায়কের ব্যাপারটা নিয়ে পরেও ভাবা যাবে। কেন? কারণ, নেতা হওয়ার বিষয়টি অনেক দিক দিয়ে নির্ভর করে: এটার একটা কৌশলগত দিক আছে। একটা কৌশলগত নেতৃত্ব। আর ও আমাদের কৌশলগত নেতা।

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ তিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, অধিনায়কের আরেকটি দিক হলো আপনি আপনার ভাবনা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন। অধিনায়ককে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। নেইমারের এর সব গুণই আছে। তবে যেহেতু একজন নেতার অনেকগুলো বৈচিত্র্যময় দিক দরকার, তাই এই কাজটা অন্য কেউ করতে পারে।

কদিন পরেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। এরই মধ্যে গতকাল কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করছেন তিতে।

আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ আছে ব্রাজিলের। ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ দুটি পর্যন্ত নেইমারকে ছুটি দিয়েছে বার্সেলোনা।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে