মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০১:৫১:০৪

বঞ্চিত পুরুষদের লক্ষ্য করে অলিম্পিকে জেতা স্বর্ণপদক ছুঁড়ে মারলেন এই নারী

বঞ্চিত পুরুষদের লক্ষ্য করে অলিম্পিকে জেতা স্বর্ণপদক ছুঁড়ে মারলেন এই নারী

স্পোর্টস ডেস্ক : সত্যিই অলিম্পিকের মঞ্চে অদ্ভূত এক ঘটনা। ঝুলিতে তার অনেক মেডেল। তেমনই একটি পদক নিজের দেশের পুরুষ জিমন্যাস্ট দলের দিকে ছুঁড়ে দিলেন সিমোন বাইলস।

রিও অলিম্পিকে নারীদের বেশ জয়জয়কার। স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্টকে দেখতে মারাকানা স্টেডিয়ামের বাইরের গেটে অপেক্ষা করছিলেন পুরুষ জিমন্যাস্ট দলের কয়েকজন সদস্য। তাদের মধ্যে অনেকই এবার কোনো পদক পাননি। বঞ্চিত পুরুষদের লক্ষ্য করে অলিম্পিকে জেতা স্বর্ণপদক ছুঁড়ে মারলেন এই নারী।
 
তাদেরকে লক্ষ্য করে পদক ছুঁড়ে দেন বাইলস। 'তার হয়ে পদকটির যত্ন নিতে বলেছেন। একটা অলিম্পিকের পদক জেতার জন্য যেখানে গোটা বিশ্বের খেলোয়াড়রা চার বছর ধরে নিজেদের তৈরি করেন, সেখানে এমন ব্যবহার বিরল।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে