স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমেছে পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে।
সেরা একাদশ নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
পাকিস্তানের একাদশে রয়েছেন, আজহার আলী, আহমদ শেহজাদ, সরফরাজ আহমদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, আমের ইয়ামিন, ইয়াসির শাহ ও মোহাম্মদ রিয়াজ।
আসাদ শফিক, বাবর আজম, বেলাল আসিফ, রাহাত আলী ও শোয়েব মাকসুদ স্কোয়াডে থাকলেও একাদশের বাইরে রয়েছেন তারা।
এর আগে ঘরের মাঠে পাকিস্তান জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান। জিম্বাবুয়ের মাটিতেও টি-টোয়েন্টিতে চিগাম্বুরাদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তান।
কিন্তু ওয়ানডেতে এই কাজটা বেশ কষ্টকর হবে পাকিস্তানের জন্য।
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর