স্পোর্টস ডেস্ক: টিম অস্ট্রেলিয়ার পর এবার কলকাতার ফুটবল দল ইস্টবেঙ্গলও ঢাকা সফরের ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। ঢাকার বিআইপি এলাকা গুলশানে বসবাসকারী ইতালিয়ান নাগরিক খুন হওয়ার পর অস্ট্রেলিয়ার ন্যায় কলকাতার ক্লাবটি ঢাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এ ঘটনার পর তারা ঢাকায় সফরের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ এ খবর দিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে না গেলেও, ইস্টবেঙ্গল সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ভাবছে। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সংশয়ে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল কি ঝুঁকি নেবে?
এ বিষয় নিয়ে দেবব্রত সরকার বলছিলেন, ‘‘আমরা ফেডারেশনের কাছে এ ব্যাপারে জানতে চাইব। ওদের মাধ্যমেই আমাদের কাছে প্রস্তাব এসেছে খেলার। ফেডারেশন নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে তবেই বাংলাদেশ যাব।’’
উল্লেখ্য, বাংলাদেশে একটি টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল কলকাতার ফুটবলের দুই সেরা দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার ঐতিয্যবাহী ফুটবল ক্লাব দু’টির সঙ্গে অংশ নেবে দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দল। কিন্তু মোহনবাগান এ টুর্নামেন্টে খেলতে অপারগতা প্রকাশ করে।
আগামী ১৭-৩০ অক্টোবর ঢাকায় শেখ জামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে খেলবে ঢাকার তিন ক্লাব শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী। এছাড়াও মালদ্বীপ, নেপাল আর শ্রীলঙ্কার একটা করে টিম খেলবে।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু