স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। শক্তিশালী পাকিস্তানকে ফাঁদে ফেলানোর মওক্যাটা এখান থেকেই পায় জিম্বাবুয়ে।
সুযোগ ভালো ভাবেই কাজে লাগাতে থাকে জিম্বাবুয়ে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামে। আজহার আলী, শেহজাদ ও হাফিজের মত তারকা বিদায় নেন ব্যর্থ হয়ে।
এই ৩ তারকার বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। জিম্বাবুয়ের বোলারদের ফেলা টোপে রানের চাকাটা একেবারেই অলস হয়ে যায় পাকিস্তানের।
জিম্বাবুয়ে ঘরের বেশ শক্তিশালী। পাকিস্তানকে প্রথম ওয়ানডেতেই মাথা নত করতে বাধ্য করছে তারা। ৩৫ রানেই গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট হারিয়ে বিপদে পড়ে আজাহার বাহিনী।
প্রসঙ্গত, পাকিস্তান জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ টি ওয়ানডে খেলবে। বৃহস্পতিবার মাঠে গড়ায় প্রথম ওয়ানডে। সূচনাটা ভালো হয়নি পাকিস্তানের।
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর