বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১২:৪৪:৩২

ভারতের বোলিং কোচ হচ্ছেন মুসলিম ক্রিকেটার জহির খান

ভারতের বোলিং কোচ হচ্ছেন মুসলিম ক্রিকেটার জহির খান

স্পোর্টস ডেস্ক: ভারতের বোলিং কোচ হচ্ছেন সেই দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ জহির খান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অরুণের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকেই এ কোচের পদটি ফাঁকা।

আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই বিষয়টি নিয়ে ভাববেন বলেই নিশ্চিত করেছেন জহির। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানার ভারতীয় ক্রিকেটের মুসলিম এই পোসার। এবার কোচ হিসেবে তার জাতীয় দলে ফেরা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

এক সাক্ষাৎকারে জহির বলেন, ‘এ মুহূর্তে যে কাজ নিয়ে আছি সেদিকেই মনোযোগ রাখছি, যেমন আইপিএলের পরবর্তী মৌসুমে খেলা। আমার ব্যবসায় উদ্যোগ-ফিটনেস চেইন এর পেছনে অনেক শ্রম দিচ্ছি। এসবই আমাকে ব্যস্ত রাখছে। কিন্তু আমি ভিন্ন ভূমিকাতেও প্রস্তুত।’

আইপিএলের গত মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেন ৩৭ বছর বয়সী জহির। তার চোখে, ম্যাচে খেলোয়াড়রা পারফর্ম করলেও কোচের বড় দায়িত্ব থাকে, ‘কোচ সাবেক বোলার নাকি ব্যাটসম্যান সেটি কোনো ব্যাপার না। সব কিছুই অভিজ্ঞতার ওপর নির্ভর করে।
২৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে