বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০২:৩১:৫৩

প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরল সম্মাননা পাচ্ছেন সাকিব

প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরল সম্মাননা পাচ্ছেন সাকিব

জান্নাতুল নাঈম পিয়াল (বিডিক্রিকটিম): সাকিবের মুকুটে যোগ হচ্ছে নতুন পালক। আকরাম খান, মোহাম্মদ রফিকের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পেতে চলেছেন বিরল সম্মাননা।

ক্যারিয়ারের মধ্য গগণে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে আরও পাঁচ-সাত বছর অনায়াসেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যাওয়ার সামর্থ্য রাখেন তিনি। কিন্তু এখনই সাকিব পেতে চলেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার, যা কিনা বিবেচিত হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সম্মাননা হিসেবে।

অবসরের আগেই এই পুরস্কার লাভের দৃষ্টান্ত এ দেশের ক্রীড়া ইতিহাসে হাতে গোনা। ক্রিকেটার হিসেবে এ গৌরব অর্জন করেছেন মাত্র দুইজন। ১৯৯৮ সালে খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই জাতীয় পুরস্কার পান আকরাম খান। আর কিংবদন্তী স্পিনার মোহাম্মদ রফিকও ২০০৬ সালে, অর্থাৎ আনুষ্ঠানিক অবসরের দুই বছর আগেই এ সম্মাননা লাভ করেন।

আরও দুইজন বাংলাদেশীর ঝুলিতে আছে এই বিরল কীর্তি। শ্যুটার আসিফ হোসেন খান (২০০২) ও শারমিন আকতারও (২০০৬) অবসরের আগেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আর এবার তাদের পাশে উঠছে সাকিবের নাম।

সাকিবের জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়টি ঘোষিত হয়েছিল বেশ অনেকদিন আগে, ২০১৩ সালে। সাকিবের নাম ছিল ২০১২ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায়। তখন ২০১০, ২০১১, ২০১২ এই তিন বছরের জন্য মোট ৩২ জন ক্রীড়াবিদ মনোনীত হন জাতীয় পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু আজও পুরস্কার হাতে পাননি তারা। অবশেষে অপেক্ষা ফুরোবে সেপ্টেম্বরের ৪ তারিখে। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন তারা।

২৪ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে