বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৮:৪৫:০৫

মাশরাফিকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় আজীবন নিষিদ্ধ ক্রিকেটারকে নিয়ে বিসিবিতে তোলপাড়

মাশরাফিকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় আজীবন নিষিদ্ধ ক্রিকেটারকে নিয়ে বিসিবিতে তোলপাড়

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফিক্সিয়ের প্রস্তাব দেয়া হয়। তাকে প্রস্তাব দেন রাজশাহীর এক ক্রিকেটার। তাকে নিয়ে এখন বিসিবিতে তোলপাড়।

আসছে ১ সেপ্টেম্বর সাবেক টাইগার ক্রিকেটারদের নিয়ে শুরু হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। এর আগেই এই বিতর্ক। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। আর এদিনই সৃষ্টি হলো বিতর্ক।

প্লেয়ার্স ড্রাফটে রেনেসা গ্রুপ ‘রাজশাহী মাস্টার্স’ দলে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার শরিফুল হক প্লাবনকে। টাইগার পেসার মাশরাফি বিন মুর্তজাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১২ সালের ৪ সেপ্টেম্বর তাকে আজীবন নিষিদ্ধ করে।

এ ব্যাপারে অবশ্য মাস্টার্স ক্রিকেট কার্নিভালের অন্যতম আয়োজন খালেদ মাহমুদ সুজন জানান, আসলে এটা বিসিবির কোনও টুর্নামেন্ট নয়। আর এটা হবে আমরা চিন্তাও করিনি। অনেকে সমালোচনা করছেন এর। আর এই বিষয়ে পাকা সিদ্ধান্ত বিসিবির হাতেই।
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে