বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১০:১৯:২৩

দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আমেরিকায় উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল

দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আমেরিকায় উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান সিরিজে টেস্ট সিরিজ জিতে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আমেরিকায় উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথমবার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে উল্লসিত ভারতীয় ক্রিকেটাররা।

পোর্ট অব স্পেন বিমানবন্দরের শপিং‌ মলে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের নিজের ছবি পোস্ট করে রোহিত শর্মা টুইট করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমরা উল্লসিত। ফ্লরিডা আমরা আসছি’।

শিখর ধাওয়ানও টুইট করেছেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতে দারুণ আনন্দ পেয়েছি। এবার টি-টোয়েন্টি ম্যাচেও এই সাফল্য ধরে রাখতে হবে। আগামী ২৭ এবং ২৮ অগস্ট ফ্লরিডার ব্রাওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

শিখর, রোহিতদের মতো আসন্ন দু’টি টি-টোয়েন্টি ম্যাচেও নিজস্ব দক্ষতা প্রমাণ করতে মরিয়া আর.অশ্বিনও। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দু’টি সেঞ্চুরি ছাড়াও ১৭টি উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার। তিনিই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

তবে অশ্বিন জানিয়েছেন, ক্যারিবিয়ান সফরে এমন সাফল্যই যে পাবেন তা আগেই তিনি অনুমান করেছিলেন। অশ্বিন বলেছেন, ব্যক্তিগতভাবে দেখলে এই সফর নিয়ে আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম। সিরিজের আগেই এটা অনুভব করেছিলাম যে, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে সাহায্য করতে হবে। নিবিড় অনুশীলন করার ফলই পেয়েছি।

তিনি যোগ করেছেন, ছয় নম্বরে যে ব্যাট করতে হতেও পারে, সেটাও আমার ভাবনার মধ্যে ছিল। সকলের প্রত্যাশাপূরণ করে নিজেকে প্রমাণ করাটাই ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ। লক্ষ্যে সফল হওয়ার পর খুব ভাল লাগছে। টি-টোয়েন্টি ম্যাচেও সেই দক্ষতা প্রমাণ করতে চাই।
২৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে