স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ১ লা জুন মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এই ট্রফির প্রায় সব কিছুই চূড়ান্তভাবে জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি। গ্রুপ পর্বে কোন দেশ কোন দেশের বিরুদ্ধে মাঠে নামবে সেটা ঘোষণা দেয়া হয়েছে। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করেছে আইসিসি। এ গ্রুপ ও বি গ্রুপ।
এ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান খেলবে। বি গ্রপে ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশ একে অন্যের বিরুদ্ধে লড়াই করবে। পরে চার দল। এর পরে ২০১৭ সালের ১৬ জুন ফাইনালে লড়বে দুটি দল। বি গ্রপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।
টাইগাররা নিজেদের প্রস্তুত করতে পারলে তারা আলোড়ন সৃষ্টি করতে পারে এই আসরে। তবে বাংলাদেশ ভালো করবে বলে আগাম ধারনা করা যায়।
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর