স্পোর্টস ডেস্ক : নিজেদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়াল পাকিস্তান৷ কিছুদিন আগেই ভারতকে বয়কট করবে বলেছিল পাক ক্রিকেট বোর্ড৷ কিন্তু কলকাতায় আসার আগেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান সুর নরম করলেন৷ ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে পুণরায় আশাবাদী তিনি৷
দিনকয়েক আগে পিসিবি চেয়ারম্যান বলেছিলেন,‘ ভারত যদি ডিসেম্বরে দ্বি-পাক্ষিক সিরিজ না-খেলে তাহলে তাদের সঙ্গে আইসিসি বা এসিসি-র কোনও টুর্নামেন্টে খেলবে না পাকিস্তান৷’
কিন্তু শাহরিয়ার এখন বলছেন,‘ভারত যদি আমাদের সঙ্গে না-খেলে তাহলে আমি প্রধানমন্ত্রী ও গভর্নিং বডি-র সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব৷ কারণ আমার একার হাতে কিছু নেই৷’
বিশেষজ্ঞদের মতে শাহরিয়ারের নিজের বক্তব্য থেকে সরে আসার মূল কারন বিসিসিআই-এর সিনিয়র আধিকারিক রাজীব শুক্ল’র মন্তব্য৷ পাকিস্তানের-ভারত বয়কটের ঘোষণার পরেই শুক্ল জানিয়েছিলেন,‘পাকিস্তান যদি কোনও আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে না-খেলতে চায় তবে সেক্ষেত্রে আইসিসি-র ক্ষমতা আছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার৷
কলকাতায় প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে এসেছেন সস্ত্রীক শাহরিয়র৷ ডালমিয়ার পরিবারকে সমবেদনা জানাতেই কলকাতা সফর তাঁর৷ যদিও জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তিনি৷ কলকাতায় এসে পিসিবি চেয়ারম্যান বলছেন, ‘ডালমিয়াজী আমার খুব কাছের বন্ধু ছিলেন৷ ব্যক্তিগতভাবে তিনিও এই সিরিজের পক্ষে ছিলেন৷ আমরা আশায় আছি ভারতীয় বোর্ড এই কারনেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়ে যাবে৷’-কলকাতা
১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর