স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের লিটিল মাস্টার হিসেবে খ্যাত মমিনুল হক টেস্ট ইতিহাসে করেছেন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করার সময় মমিনুলের গড় রান ছিল স্যার ব্যাডম্যানের ঠিক পরে। তবে এই মুহুর্তে সেই গড় রানের জন্য আইসিসি মমিনুলকে কোন সুখবর পাঠায় নি। পাঠিয়েছে মমিনুলের ২৪শে পা রাখার শুভেচ্ছা বার্তা।
গত মঙ্গলবার ২৪ বছরে পা দেন মুমিনুল হক। এদিন ভারতের ‘এ’ দলের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের। একই দিনে আইসিসির ফেসবুক পেজের মাধ্যমে অভিনন্দন জানানো হয় মমিনুলকে।
নিজেদের পেজে আইসিসি লিখেছে, ‘শুভ জন্মদিন মুমিনুল। তিনি কি পারবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অক্টোবরে অনুষ্ঠিতব্য সিরিজে দলের হয়ে প্রভাব বিস্তার করতে?’
মুমিনুল এই মুহুর্তে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। টানা ১১ টেস্টে অর্ধশতক করেন তিনি।
২৪ বছর বয়সী মুমিনুল এখন পর্যন্ত ১৭ টেস্টে ১৪৫৬ রান সংগ্রহ করেছেন। যার গড় রান ৬০। এর মধ্যে চারটি শতকসহ রয়েছে নয়টি অর্ধশতক। একদিনের ম্যাচ খেলেছেন ২৬টি। রান ৫৪৩, সঙ্গে তিনটি অর্ধশতক। এছাড়া ছয় টি-টোয়েন্টি মিলিয়ে সংগ্রহ করেছেন ৬০ রান।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ