বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৯:৫১:২৫

আফ্রিদি ভক্তদের জন্য দারুণ সুখবর

আফ্রিদি ভক্তদের জন্য দারুণ সুখবর

স্পোর্টস ডেস্ক: প্রায় হেরে যাওয়া ম্যাচে ধুম ধারাক্কা ব্যাট চালিয়ে পাকিস্তানকে অনেকগুলো জয় উপহার দিয়েছে শহীদ আফ্রিদি। শুধু ব্যাটে নয়, বল করেও দলের বহু জয়ে একক ভাবে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। তাই তো ১৭ বছর বয়সে অভিষেক হওয়ার পর খুব কম সময়ই দলের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে অনেক দিন থেকেই তার ব্যাট কথা বলছেনা। বলও ঠিকঠাক যেন ঘুরছেনা। এক কথায় দীর্ঘদিন ধরেই ফর্মটা ভাল যাচ্ছেনা পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির।

কিন্তু দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস জানিয়েছেন আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিনিয়র এই অল রাউন্ডারের ফর্ম ফিরিয়ে আনার জন্য তিনি যথাযথ সহযোগিতা করবেন। ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া ৩৫ বছর বয়সী আফ্রিদি শেষ ১০টি টি-টোয়েন্টিতে ১১০ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন মাত্র ছয়টি।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জেতার পরে ওয়াকার বলেছেন, ‘আফ্রিদিরর সার্বিক ফর্ম নিয়ে আমি মোটেই চিন্তিত নই। সে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ও প্রমানিত একজন ম্যাচ উইনার। খুব শিগগিরই তার ফর্ম ফিরিয়ে আনার জন্য আমি সহযোগিতা করবো।’

আফ্রিদির ফর্মে ফেরাটা শুধু সময়ের ব্যাপার বলে দাবি করে ওয়াকার বলেন,‘শুধুমাত্র একটি ম্যাচে ভাল করাটাই এখন সময়ের ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সে কারনেই অধিনায়ক হিসেবে দলে অবদান রাখাটা গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি জিম্বাবুয়ের পিচের সাথে আফ্রিদী মানিয়ে নিতে পারেনি। দ্রুতই সে নিজেকে ফিরে পাবে।
টি-২০ বিশ্বকাপের আগে আফ্রিদিকে দল থেকে বাদ পড়বে না বলেও জানান তিনি। বাজে ফর্মে থাকার পরেও আফ্রিদি দল থেকে বাদ না পড়ার কথাটি নিশ্চয় আফ্রিদিভক্তদের জন্য দারুণ সুখবর। তবে আশার কথা হচ্ছে উপমহাদেশের মাটিতে আফ্রিদির স্পিন বল ভয়ঙ্কর। তাই তিনি যদি ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেন, তাহলে পাকিস্তান নিশ্চয় তার কাছ থেকে সুবিধা পাবে।
সূত্র: বাসস
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে