বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১০:১১:১৮

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়াকে ভারতীয় মিডিয়া যেভাবে দেখছে

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়াকে ভারতীয় মিডিয়া যেভাবে দেখছে

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ খেলেছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ১১ বছর পর আবার ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

গত বুধবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ঘোষণা দেয়। আর বৃহস্পতিবার ভারতের কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্র আনন্দবাজার একে বাংলাদেশের পৌঁষমাস হিসেবে উল্লেখ করে।

আর বাংলাদেশের উত্থানের কারণে এই টুর্নামেন্টে খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের। আনন্দবাজার লিখেছে, ‘সোবার্স-ভিভ-লারাদের ক্রিকেট-সংস্কৃতির হতশ্রী অবস্থায় আবার ‘পৌষমাস’ বাংলাদেশের। ন’বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছেন সাকিব আল হাসানরা।’

মূলত ২০১৫ সালে বাংলাদেশের অভাবনীয় পারফরম্যান্সই এই অর্জনের মূল নিয়ামক। সেই প্রসঙ্গে আনন্দবাজার লিখেছে, ‘২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের আগুনে পারফরম্যান্সই সাকিবদের ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ছাড়পত্র পেতে বড় ভূমিকা নিয়েছে। এর মধ্যে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতেছে। যার জেরে দু’ধাপ এগিয়ে মাশরফি মর্তুজারা সাতে উঠে আসেন।
সূত্র: আনন্দবাজার
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে