বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১০:২১:২৪

আগামীকাল প্রথম টি-২০তে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা

আগামীকাল প্রথম টি-২০তে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে দু’দল। তাই প্রথম ম্যাচ থেকেই ভালো খেলে সিরিজ জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া এবারের ভারত সফরে পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে প্রোটিয়ারা। ঠিকই একই দৃষ্টিভঙ্গি ভারতেরও।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারতে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সবক’টি ম্যাচ দিয়েই নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সাড়তে চায় টিম ইন্ডিয়া। নিজ কন্ডিশনের সুবিধা থাকলেও বিশ্বকাপের আগে দেশের মাটিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না ভারত।

তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রী, ‘টি-২০ বিশ্বকাপের এখনো কিছুটা দেরি আছে। তারপরও এই সিরিজ নিয়েই বেশি ভাবছি আমরা। কারণ এই সিরিজ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য- তিনটি ম্যাচই আমরা জিততে চাই। কারণ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে। এই সিরিজ দিয়েই উন্নতিটা করতে চাই।’

শাস্ত্রীর মত একই সুর দক্ষিণ আফ্রিকার দলপতি ফাফ ডু-প্লেসিসেরও, ‘বিশ্বকাপের প্রস্তুতি সেড়ে নেয়ার জন্য এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মত মেগা ইভেন্টের আগে এই সিরিজটি দলের সকলের কাজে দেবে। এখানকার কন্ডিশন সর্ম্পকে ভালোভাবে ধারনা নিতে পারবে। বর্তমান দ‡ল অনেক নতুন ও তরুন খেলোয়াড় রয়েছে। যারা আগামী বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। এই সিরিজের অভিজ্ঞতা আগামী বিশ্বকাপে ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

মূল লড়াইয়ে নামার আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৮ উইকেটে ম্যাচ হার বরণ করে নিতে হয় প্রোটিয়াদের। এমন হার মূল লড়াইয়ে কোন প্রভাব ফেলবে না বলেও জানান ডু-প্লেসিস।

বললেন, ‘প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের দুর্বল, শক্তির দিকগুলো নিয়েই বেশি কাজ করেছি আমরা। ঐ ম্যাচে আমাদের বোলিং মোটেও ভালো হয়নি। তাই ম্যাচটি হারতে হয়েছে। তবে ঐ ম্যাচের ফল প্রথম ম্যাচে কোন প্রভাব ফেলবে না। দলের সবাই মূল লড়াইয়ে নামার জন্য প্রস্তুত।’
সূত্র: বাসস
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে