স্পোর্টস ডেস্ক : ৬ বছর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়েল মাদ্রিদে আসার পর থেকেই তার কেরিয়ারে সোনার সময় চলছে৷ রিয়েলের জার্সি গায়ে করে চলেছেন একের পর এক রেকর্ড৷ এবার ৫০০ গোলের নজির ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ ক্লাব ও দেশের হয়ে মোট ৫০০ গোল করে ফেললেন তিনি৷ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল নেমেছিল মালমোর বিরুদ্ধে৷
ম্যাচে রিয়েল জেতে ২-০ ব্যবধানে৷ দুটি গোলই এসেছে সি আর সেভেনের পা থেকে৷ এদিন একই সঙ্গে রাউলেরও রেকর্ড ছুঁলেন রোনালদো৷ রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছিলেন রাউল৷ রোনালদো সেখানে ৩০৮ ম্যাচেই ৩২৩ গোল করে ফেললেন৷ আর একটি গোল করলেই রিয়েলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি (রিয়েলের সরকারি ওয়েবসাইট যদিও দাবি করছে, রোনাল্ডো ইতিমধ্যেই রাউলকে টপকে রিয়েলের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন)৷
৫০০ গোল করতে রোনালদোর লেগেছে মাত্র ৭৫৩ ম্যাচ৷ ২০০৯-এ ৮ কোটি পাউন্ডের বিনিময়ে রিয়েলে যোগ দেওয়ার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ গোল করেছেন রোনাল্ডো৷ দেশের হয়ে তার গোলসংখ্যা ৫৫৷ এছাড়াও নিজের প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৫িট গোল রয়েছে এই পর্তুগিজ তারকার। রিয়েল কোচ রাফা বেনিতেজ রোনালদোর কৃতিত্ব নিয়ে বলেন, ‘রোনালদো যা করছে তা বলে বোঝানো সম্ভব নয়৷ আমরা ইতিহাস তৈরি হতে দেখছি৷’
এদিন অবশ্য রিয়েল মাদ্রিদ জিতলেও ঘরের মাঠে হেরে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পেনের এই ক্লাবকে ২–১ গোলে হারাল বেনফিকা। বেনফিকার হয়ে গোল দুটি করেন গাইতান ও গুয়েডেস। অ্যাটলেটিকোর গোলটি কোরেয়ার। তবে গ্রুপ ডি–তে পিছিয়ে পড়েও দারুণ জয় ম্যাঞ্চেস্টার সিটির। ২–১ গোলে হারিয়েছে বরুশিয়া মুনশেন গ্ল্যাডব্যাককে।
ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুটি গোল করেন ওটামেন্ডি ও আগুয়েরো। সিটির মতো পিছিয়ে পড়েও জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মাতা এবং স্মলিংয়ের গোলে তারা ২–১ গোলে হারায় উলফসবার্গকে। মোরাতা ও জাজার গোলে জুভেন্টাস ২–০ হারিয়েছে সেভিয়াকে। প্যারিস সাঁ জাঁ ৩–০ গোলে হারিয়েছে শাখতার ডোনেস্ককে।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি