সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৯:১২:৪১

শেখার জন্য বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান

শেখার জন্য বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও শফিক স্তানিকজাই বলেছেন, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে কৃতজ্ঞ আমাদেরকে আমন্ত্রন জানানোর জন্য এবং আমরা অনেক আন্তর্জাতিক খেলার জন্য যথাসম্ভব দৃঢ়প্রতিজ্ঞ। আমরা শিখব ও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ভালো ক্রিকেট উপহার দিব।

প্রথমবারের মত টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। আফগান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেছেন, এইটি হবে বাংলাদেশ ও আফগানস্তানের মধ্যকার প্রথম সিরিজ। আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে একটি আনন্দদায়ক ক্রিকেট উপহার দিতে চাই। তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশ একটি উপযুক্ত স্থান।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫-৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার ১ম ম্যাচটি ২৫ সেপ্টেম্বর, ২য় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর ও ৩য় ম্যাচটি ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে