শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৮:৫৪:২৫

পাকিস্তানে গিয়ে এ কি ঘটালেন মহিলা টাইগাররা

পাকিস্তানে গিয়ে এ কি ঘটালেন মহিলা টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে মহিলা টাইগারদের ৩৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল।

বৃহস্পতিবার করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান করে পাকিস্তান।

সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে। এছাড়া আলিয়া রিয়াজ খেলেন ১৫ বলে ২০ রানের আক্রমণাত্মক এক ইনিংস।

বাংলাদেশের নাহিদা আক্তার ২৭ রানে নেন দুই উইকেট। এছাড়া লতা মণ্ডল ও সালমা একটি করে উইকেট নেন। জবাবে ৭ উইকেটে ৮০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। রুমানা আহমেদ (২৭), রিতু মণি (১৭) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। এই দুই জন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল সালমা (১০) ও লতা (অপরাজিত ১০)। পাকিস্তানের সুমাইয়া সিদ্দিকি ও নিদা দার দুটি করে উইকেট নেন।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে