সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১০:৩০:৫৮

‘আফগানিস্তানকে সবগুলো ম্যাচে হারাতে চাই’

‘আফগানিস্তানকে সবগুলো ম্যাচে হারাতে চাই’

স্পোর্টস ডেস্ক : আমরা এখনো অফিসিয়ালি কোনো কিছু জানি না যে আফগানিস্তান আসবে কি আসবে না। যদি আসে তাহলে চ্যালেঞ্জও বলতে পারেন আবার প্রস্তুতির ভালো মঞ্চও বলতে পারেন। আমাদের বিশ্বাস ওরা আমাদের কাছে পাত্তাই পাবে না। আমাদের বড় চ্যালেঞ্জ ওদেরকে সবগুলো ম্যাচ হারানোর।

গত রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন বলেন এসব কথা বলেন।

তিনি বলেন, ওরা ভালো ক্রিকেট খেলছে। অন্যদিকে আমরা অনেক দিন ক্রিকেট থেকে বাইরে। এজন্য আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভালো।  যতগুলো ম্যাচ আছে সেগুলো ভালো করা। তাহলে ইংল্যান্ডে আগের বড় প্রাপ্তি হবে, অভিজ্ঞতা বাড়বে।

তিনি আরও বলেন,  গত এক মাস ফিটনেস ক্যাম্পের পর আমাদের ব্যাটিং-বোলিং শুরু হল চার-পাঁচ দিন হয়েছে। আমরা যারা পেস বোলার কিংবা স্পিনার আছি তারা তাদের শতভাগ দেয়ার চেষ্টা করছে। আশা করছি ইতিপূর্বে যে ধারাবাহিকতা ছিল সেটা সামনেও বজায় থাকবে। আমরা সব সময় চেষ্টা করি নিজেদের মধ্যে চ্যালেঞ্জ তৈরি করতে। ব্যাটসম্যানদেরকে কতবার আউট করতে পারি। কে কত ভালো জায়গায় বল করতে পারি।

প্রসঙ্গত, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে